প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
র্যাবের যৌথ অভিযানে হাতুড়ির আঘাতে ট্রাক ড্রাইভারের মৃত্যুর পলাতক আসামি গ্রেফতার
ষ্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব করে থাকে।
এই ধারাবাহিকতায়
বাদীর মামলা সূত্রে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ট্রাক চালক এবং মামলার প্রধান আসামি মোঃ মহব্বত আলী (২০) তার হেলপার। তারা একই গ্রামের বাসিন্দা। গত ০৩/০৯/২০২৫ ইং রাত ০২.৩০ ঘটিকায় হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) স্কুল থেকে তারা মালামাল নেওয়ার জন্য আসে। ট্রাকটি বাবলু হাজীর সততা অফিসের সামনে অবস্থান করছিল। উক্ত সময়ে ট্রাকের হেলপার ধৃত আসামি ভিকটিমের কাছে টাকা চায়। কিন্তু ভিকটিম টাকা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এমন সময় ধৃত আসামি ট্রাকের কেবিনে থাকা লোহার হাতুড়ি দ্বারা ভিকটিমের মাথায় হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমের অবস্থার আরও অবনতি হলে জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে ভিকটিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে লাইফ সাপোর্টের প্রয়োজন হলে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারের পরামর্শে ভিকটিমকে প্লাটিনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ০৪/০৯/২০২৫ ইং তারিখ বিকালে ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার হাকিমপুর থানা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০১/১৭৪, তারিখ- ০৫/০৯/২০২৫ খ্রিঃ,ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩০২ পেনাল কোড, ১৮৬০।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই প্রেক্ষিতে ইং বুধবার ৯. উক্ত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামির অবস্থান নির্ণয় করতঃ র্যাব-১৩, সিপিসি-
১, দিনাজপুর এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মহব্বত আলী (২০), পিতা- মোঃ আলাউদ্দিন শেখ, সাং- রয়হাটী, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ'কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যহত থাকবে বলে জানাগেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত