
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে গাজিরহাট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মিরেরহাট স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে হারায় রাজাপুর ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি গোলাম আজম সৈকত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হক রিয়াজ, মাহবুবুল আলম মন্টু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, যুবদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাঈন উদ্দিন সিকদার নয়ন।টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মিরেরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়াiর গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে ভিড় জমে হাজারো দর্শকের। মাঠ ও আশপাশে ছিল উৎসবের আমেজ, তুমুল করতালি ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের শিক্ষ দেয়।