ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় 'সুশাসনের জন্য নাগরিক' (সুজন) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মিউনিসিপ্যাল বাজার সংলগ্ন উক্ত সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও ২৩ তম বর্ষপূর্তি উদযাপিত হয়। সুজন এর মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি সাবেক প্রফেসর মোঃ মকবুল হোসেন ও কার্যনির্বাহী কমিটির সদস্য কুমার লাভলুর যৌথ সঞ্চালনায়, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল চৌধুরীর পরিকল্পনায় এবং সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রারম্ভে সুজন এর মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় জেলা শাখার সভাপতি এনায়েত হোসেন নান্নু তার স্বাগত বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত সুজন এর নবগঠিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে বলেন, সুশাসনের জন্য সবার আগে দরকার সুনাগরিক, দূর্ণীতিমুক্ত মানুষ, দেশ ও জাতির প্রতি অগাধ ভালোবাসা। দূর্ণীতির বিরুদ্ধে এসব মানুষের সমন্বয়ে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো, দূর্ণীতিকে না বলবো। তিনি মাদারীপুরের সকল সামাজিক ও মানবাধিকার সংগঠনকে সাথে নিয়ে একসাথে দূর্ণীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহনমূলক ও স্বতঃস্ফূর্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুজনের সবাইকে সে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য আহবান জানান।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর। তিনি সুজন এর যখন যেখানে যে প্রোগ্রামই হোক- তা গণমাধ্যমে তুলে ধরে দেশের মানুষকে জানার সুযোগ করে দিবেন এবং দূর্ণীতির বিরুদ্ধে সুজনকে সকল প্রকার সহযোগিতা দিবেন বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন এর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল চৌধুরী, জেলা শাখার প্রতিনিধি এসকান্দার মাতুব্বর, মোঃ শহীদ হাওলাদার, আশীষ বৈদ্য, বিএম লিটন, তাছলিমা হাই ফোটন, পারভীন আক্তার, হাবিবুর রহমান, আজমল হুদা প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহিত হাওলাদার, মাসুমুল হক সহ সুধীবৃন্দ। পরিশেষে ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও তা সবার মাঝে বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড