প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিএনপি ক্ষমতায় এলে হযরতপুরে হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জের হযরতপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এর উদ্বোধন করবেন।’
অতীতের কিছু ঘটনার উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, ‘এই হযরতপুরেই ফ্যাসিবাদের দোসররা মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভেঙে দিয়েছিল, আমার নামেই উল্টো মামলা দিয়েছিল কিন্তু আল্লাহ তাঁদের বিচার করেছেন। এই বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,‘নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলো। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি গ্র্যাজুয়েট এক বছরের ভাতা পাবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে।’
তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরেকটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থান ও যোগাযোগ সহজ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেরা আমান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়েত হোসেন ঢালিসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত