
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছেন এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা মো. বায়জিত। তিনি ছিলেন ৫ নম্বর জাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মো. বায়জিত এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী শাহজাহান বলেন, “আওয়ামী লীগের দোসরদের জায়গা জাটিয়া ইউনিয়ন বিএনপিতে হবে না। যারা এই বায়জিতকে আসকারা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল ওয়াদুদ খোকন বলেন,“কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বিষয়টি অবগত আছি। আমাদের বিএনপিতে এমন দোসরদের কোনো জায়গা দেওয়া হবে না।”
রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ একে দলীয় আদর্শের পরিপন্থী পদক্ষেপ হিসেবে দেখছেন।