
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়ায় খোলা বাজারে অবৈধভাবে পেট্রল ও অকটেন বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রীঃ তাপস পাল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি লাইসেন্সবিহীনভাবে রাস্তার পাশে ও দোকানে খোলা তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন। এসময় ইউএনও বলেন, পেট্রল ও অকটেন অত্যন্ত দাহ্য পদার্থ। যথাযথ অনুমোদন ছাড়া এগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
তিনি আরও বলেন , নিরাপত্তার স্বার্থে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে ভাঙ্গুড়া থানার ওসি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে কিছু দোকানি বোতলে ভরে খোলা পেট্রল ও অকটেন বিক্রি করছিলেন। এতে দুর্ঘটনার আশঙ্কা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।