ক্রীড়া ডেস্কঃ
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর জন্য টিকিট বিক্রি শুরু হতেই সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ার দেখা দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই টিকিট বিক্রি শুরু হয় এবং মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘টিকিটস সোল্ড আউট’। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তেই ওয়েবসাইটে ভেসে ওঠে ‘সোল্ড আউট’ লেখা।
সিঙ্গাপুর ও হংকং ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট ৪০০ টাকা ছিল। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দাম বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বাড়লেও সমর্থকদের আগ্রহে কোনো প্রভাব পড়েনি। উল্টো, আরও বেশি উচ্ছ্বাসে তারা টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছেন।
বাফুফে জানিয়েছে, এবার মোট ছয়টি ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে—গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স এবং হসপিটালিটি বক্স। গ্যালারি টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩–এর দাম ৩ হাজার টাকা, ভিআইপি বক্স ২–এর ৪ হাজার, ক্লাব হাউস ১–এর ৫ হাজার ও রেড বক্সের ৬ হাজার টাকা। করপোরেট ও স্কাই বক্সের টিকিটের জন্য আলাদা যোগাযোগ করতে হবে।
বাফুফে জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অনলাইন টিকিট বিক্রি শুরু করে। তবে সেই সময়ে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে সমর্থকদের ভোগান্তি হয়েছিল। অক্টোবর উইন্ডোতে হংকং ম্যাচে নতুন ‘কুইকেট’ প্ল্যাটফর্মে বিক্রি হয়, যা ২০ মিনিটে সম্পন্ন হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড