আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিজিবির একাধিক টিম দায়িত্ব পালন করছে। এসব টিম আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অরাজকতা বা সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড