আরমান হোসাইন,পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির সবুজ শস্যভূমি পানছড়ি যাকে স্থানীয়রা ভালোবেসে বলেন ‘শস্য ভান্ডার’। সারা বছর ধরে এখানকার কৃষক-কৃষাণীরা পরিশ্রমে গড়ে তোলেন সবুজ সবজির মাঠ। তাদের উৎপাদিত শাক-সবজি শুধু স্থানীয় বাজারেই নয়, জেলার বাইরে বিভিন্ন অঞ্চলেও রপ্তানি করা হয়।
শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পানছড়ি বাজারে জমে উঠেছে মৌসুমি সবজির রঙিন সমারোহ। বিশেষ করে বেগুন ও মূলায় ছেয়ে গেছে বাজারের প্রতিটি কোণ। সাথে রয়েছে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ নানা জাতের শীতকালীন ফসল।
রবিবার ছিল পানছড়ির হাটবার। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ক্রেতা-বিক্রেতা ভিড় জমিয়েছিলেন বাজারে। আলাপকালে জানা যায়, এ বছর সবজির দাম ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই সন্তোষজনক পর্যায়ে থাকায় সবাই খুশি। বাজারজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।
প্রতিবছরই পানছড়ির কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বেশি ফলন তুলছেন। এতে একদিকে যেমন কৃষকদের আর্থিক সমৃদ্ধি বাড়ছে, তেমনি শাক-সবজিতে স্বনির্ভর হয়ে উঠছে পুরো উপজেলা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড