
আরমান হোসাইন,পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩ বিজিবি (লোগাং জোন) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে ৩ বিজিবির লোগাং জোনের নিয়মিত টহল দল, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্ব দেন জেসিও-১০৮৫৯ নায়েক সুবেদার মোঃ তুষার হোসাইন।
অভিযান চলাকালে পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় জি আর (৯৬৪৭১০, এমএস ৭৯ এম/১৫) থেকে ৩৩১.৮৭ ঘনফুট সেগুন, গামারী ও কড়াই কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৩০ হাজার ৭৯৭ টাকা বলে জানা গেছে।
আটককৃত কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে, বলে নিশ্চিত করেছে বিজিবি সূত্র।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।