আন্তর্জাতিক ডেস্কঃ
নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে জোহরান মামদানির নির্বাচনের পর শহরটি 'সার্বভৌমত্ব হারিয়েছে'এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ নভেম্বর) ফ্লোরিডার মিয়ামিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, গতরাতে আমরা নিউইয়র্কে সামান্য কিছু সার্বভৌমত্ব হারিয়েছি। তবে এসময় নিজের রিপাবলিকান দলের সাম্প্রতিক নির্বাচনী ব্যর্থতা নিয়ে তিনি তেমন কিছু বলেননি। বরং নিজের নির্বাচনের বার্ষিকী উদ্যাপন করে বলেন, এক বছর আগে আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিজয়।
বক্তৃতার এক পর্যায়ে মামদানিকে উদ্দেশ করে ট্রাম্প রসিকতা করে বলেন, “আমি চাই নিউইয়র্ক সফল হোক, হয়তো আমি মামদানিকে সামান্য একটু সাহায্য করব... হয়তো।” তবে আগের মতো নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধের কোনো হুমকি এবার দেননি তিনি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমালীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেন, যিনি ডেমোক্র্যাট দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন।
৬৭ বছর বয়সী কুয়োমো এর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। নির্বাচনী প্রচারে কুয়োমো মামদানিকে “উগ্র বামপন্থী” আখ্যা দেন এবং তার নীতিগুলোকে “অবাস্তব ও ঝুঁকিপূর্ণ” বলে মন্তব্য করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড