নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুদিনের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। তাঁর ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা ছিল।
তবে সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলো জানায়, জাকির নায়েক দেশে এলে বড় ধরনের জনসমাগম ঘটতে পারে, যা নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন হবে। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এই বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা সম্ভব নয়।
ফলে সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের আগে নয়, প্রয়োজনে নির্বাচনের পর তার সফর বিবেচনা করা যেতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার হোলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদে উসকানির অভিযোগ আনে ভারত সরকার। এরপর তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড