পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড) এবং শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের কৃষকদের হাতে সরকারি প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কৃষি সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন কৃষিই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও ফলন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে প্রণোদনা ও সহায়তা প্রদান করে আসছে। রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের আরও উৎসাহিত করবে এবং পার্বতীপুরের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে থেকে কাজ করে যাবে।”
কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উদ্বুদ্ধ করা এবং উৎপাদন ব্যয় হ্রাসের লক্ষ্যে সরকারের এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড