ক্রীড়া ডেস্কঃ
করপোরেট নেত্রী ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তার মনোনয়ন আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠির মাধ্যমে পাঠিয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ সম্পূর্ণ হলো।
এবারের মনোনয়নের পেছনে বিশেষ কারণও রয়েছে। চলতি বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসান পদত্যাগ করার পর তার স্থলে রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
রুবাবা দৌলা হলেন বিসিবির ইতিহাসের দ্বিতীয় নারী পরিচালক। প্রথম নারী পরিচালক ছিলেন মনোয়ারা আনিস মিনু, যিনি ২০০৭–০৮ সালে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেছিলেন। আজ বিসিবি সভায় রুবাবা দৌলা আনুষ্ঠানিকভাবে পরিচালক পদ গ্রহণ করবেন।
পেশাগত জীবনেও রুবাবা দৌলা খ্যাত। বর্তমানে তিনি ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানে সিইও পদে কাজ করেছেন। ক্রীড়াজগতে তার অবদানও গুরুত্বপূর্ণ; তিনি ২০০৯–২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড