পার্বতীপুরে প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন,
“কোনোভাবেই আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে বিএনপির শাসনামলের তুলনা চলে না। বিএনপি কখনও আওয়ামী লীগ ছিল না, ভবিষ্যতেও হবে না।”
আজ সোমবার দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
“বিএনপি জনগণের দল, গণতন্ত্রই আমাদের শক্তি”
নূরুল হুদা বাবু বলেন, বিএনপি জনগণের দল—গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার রক্ষাই এর মূল দর্শন।
তিনি আরও বলেন,
“আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণ ভয়মুক্তভাবে ভোট দিতে পারবে, যেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের জন্য কাজ করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদ্দোজা বুলু, এবং ‘আমাদের নূরুল হুদা টিম’-এর সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।
তরুণদের মাদকমুক্ত রাখতে কর্মসংস্থান জরুরি
স্থানীয় সমস্যা ও সম্ভাবনা প্রসঙ্গে নূরুল হুদা বাবু বলেন,
“এই অঞ্চলের তরুণ সমাজ মাদকাসক্তির ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। তাদের এই জীবনবিনাশী প্রবণতা থেকে ফিরিয়ে আনতে হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”
তিনি জানান, তরুণদের জন্য শিল্প–কারখানা ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যাতে তারা নিজের এলাকায় থেকেই কর্মজীবন শুরু করতে পারে।
তার ভাষায়, “উন্নয়ন মানে শুধু রাস্তা–ঘাট নয়, উন্নয়ন মানে মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন।”
জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার
মতবিনিময় সভায় তিনি প্রতিশ্রুতি দেন,
“পার্বতীপুর–ফুলবাড়ীর মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। ক্ষমতায় যাই বা না যাই, আমি এই এলাকার মানুষের পাশে থাকব—এটাই আমার রাজনীতি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নূরুল হুদা বাবু ছাত্রজীবন থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।
সহযাত্রীরা জানান, তিনি এলাকার জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয় এবং তরুণ সমাজের কাছে একজন শিক্ষিত ও উদ্যমী নেতা হিসেবে পরিচিত।
বিএনপি’র নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন আশার আলো
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হিসেবে নূরুল হুদা বাবুর কর্মপ্রচেষ্টা দিনাজপুর–৫ আসনের বিএনপি অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার ইতিবাচক ও সংগঠিত রাজনীতি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিএনপি কখনও আওয়ামী লীগের মতো হবে না—এই বক্তব্যের মাধ্যমে নূরুল হুদা বাবু দলের মৌলিক আদর্শ ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। একই সঙ্গে তিনি উন্নয়ন, তরুণ সমাজ ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলো জ্বালিয়েছেন।
প্রকাশকঃ দৈনিক আলোকিত নিউজ।
পার্বতীপুর প্রতিবেদকঃ মোঃ মশিউর রহমান। তারিখ ৩ নভেম্বর ২০২৫। মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড