প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিল ও নগদ টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নগদ টাকাসহ তসলেমা আক্তার (৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদার নির্দেশনায় এসআই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ নভেম্বর) গভীর রাতে বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আক্তাবুল ইসলামের স্ত্রী তসলেমার আক্তারের বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ১ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী তসলেমা আক্তারকে আটক করে।
পুলিশ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তসলেমা আক্তার দীর্ঘদিন ধরে সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম। আমরা তাকে ধরার জন্য সুযোগ খুজছিলাম। রবিবার দিবাগত রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে মাদক ও নগদ টাকাসহ আটক করতে সক্ষম হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, মাদক ব্যবসায়ী তসলেমা আক্তার এর বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ তাকে আটক করে আমাদের অভিযান টিম।
তিনি আরও বলেন, তসলেমা আক্তার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, কয়েক বছর আগে তসলেমা আক্তারের স্বামী মাদক ব্যবসায়ী আকতাবুল ইসলাম এলাকায় ব্যাপকভাবে মাদকের ব্যবসা করে আসতো এমন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ তার বাড়ীতে অভিযান পরিচালনা করার সময় সে র্যাবের উপর আক্রমণ চালালে র্যাব জীবন আত্মরক্ষার জন্য গুলি চালালে আকতাবুল গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত