তালা প্র্তিনিধিঃ
সাতক্ষীরা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা, নগদ টাকা ছিনতাই ও দোকানে ভাঙচুরের অভিযোগে আশরাফুজ্জামান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশরাফুজ্জামানের পিতা নুর ইসলাম গাজী।
এলাকাবাসী জানান, আশরাফুজ্জামান এর আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িত ছিল।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কুমিরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার শেখ হাফিজুর রহমান জানান, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ট্রেডার্স’-এ চাউল বিতরণ চলছিল। এসময় আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাউল নিতে চাইলে কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুজ্জামান প্রথমে হাফিজুর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা চাউল বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে যান। বাধা দিলে হাফিজুর রহমানের হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন, এতে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়।
ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে হাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ নভেম্বর গভীর রাতে আশরাফুজ্জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড