রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
টানা তিন দিন ধরে বিরামহীন বৃষ্টি আর দমকা বাতাসে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলার কৃষকরা। বিশেষ করে আমন ধান ও আগাম আলু চাষে নেমে এসেছে বড় ধরণের সংকট।
রাতদিন ধরে চলা রিমঝিম বৃষ্টি ও হঠাৎ দমকা হাওয়ার কারণে মাঠের পর মাঠের ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। যেসব কৃষক আগাম জাতের ধান কেটে আলুর বীজ রোপণ করেছিলেন, তাদের জমিতেও পানি জমে বীজ পচে যাচ্ছে।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ৯ নং ওয়াডের গ্রামের কৃষক উজ্জ্বল বলেন
“আমি প্রায় ছয় বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে ধানগুলো ভাসমান হয়ে এখন ধান মাটিতে পড়ে আছে আর কয়েকদিন ভালো আবহাওয়া থাকলে পরিপক্ব হতো। এবার মনে হচ্ছে লাভ তো দূরের কথা, লোকসানই গুনতে হবে।
একই গ্রামের মুকুল হাসান জানান,
পাঁচ দিন আগে আগাম জাতের দুই বিঘা ধান কেটেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে সেই ধান এখন তলিয়ে গেছে। শুকাতে না পারায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”কৃষক মনসুর আলম জানান
ধান কেটে আলুর বীজ বপন করেছিলাম, কিন্তু এখন জমিতে পানি জমে আছে। আলুর বীজ পচে নষ্ট হচ্ছে। যদি আবহাওয়া এভাবেই থাকে, তাহলে এবার চাষাবাদে বড় ক্ষতি হবে।জেলার অন্যান্য উপজেলা—বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রাণীশংকৈলেও একই চিত্র দেখা গেছে।
ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে,যেসব জমিতে ধানে শীষ বের হওয়ার উপক্রম হয়েছে, সেখানে রসের ঘাটতি পূরণ হয়ে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে। তবে আপাতত ঠাকুরগাঁওয়ের মাঠজুড়ে কৃষকদের মুখে একটাই প্রশ্ন— “এই বৃষ্টি যদি না থামে, তাহলে আমাদের আশা কোথায়?”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড