কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কার ও নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে শাক্তা ইউনিয়নের শিকারিটোলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি, সাবেক সাংসদ আলহাজ্ব আমান উল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন: “কেরানীগঞ্জ বিএনপি সব সময় আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকেছে। এই নবনির্মিত কার্যালয় হবে আমাদের সংগঠনের ঐক্যের প্রতীক। এখান থেকেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই আরও জোরদার করব।”তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল—এ দলকে দুর্বল করার ষড়যন্ত্র কখনো সফল হবে না। আমরা জনগণের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন,"যুব সমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। সংগঠনের প্রতিটি তরুণ কর্মীকে এখন দায়িত্ব নিতে হবে, যেন কেরানীগঞ্জ থেকে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি হয়। আমরা চাই এই কার্যালয় হবে দলীয় ঐক্য, সেবা ও জনগণের পাশে থাকার কেন্দ্র।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিম হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বিএনপি নেতা কামাল হোসেন, মাসুদ রানা, ওয়ালিউল্লাহ সেলিম, জাহিদ হাসান, সাবেক চেয়ারম্যান সুলতান খান, ছাত্রনেতা হাজি সাইফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।
নবনির্মিত ভবনের উদ্ভোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান,সদ্য মৃত্যুবরণকারী উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনুসহ দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দেশের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড