আরব আমিরাত প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী সংগঠন শারজাহ বাংলাদেশ সমিতিতে নেতৃত্বের রদবদল।
দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রমে সক্রিয় থাকা এবং প্রবাসীদের মাঝে জনপ্রিয় মুখ, শাহাদাত হোসেন, আনুষ্ঠানিকভাবে শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা যায়, তিনি এর আগে সমিতির সহ-সভাপতির পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সভাপতির অনুপস্থিতিতে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনাও করেছেন।
ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন দায়িত্ব পেয়ে বলেন, আমি আনন্দিত এবং একই সাথে সম্মানিত বোধ করছি পাশাপাশি বাংলাদেশ সমিতি’র আবুধাবির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সমিতির কার্যকরী কমিটি ও আজীবন সদস্য এবং শারজাহ ও ইউএই'র বসবাসরত প্রবাসী ভাই-বোনদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব। সকলের সহযোগিতা নিয়ে এবং বাংলাদেশি প্রবাসীদের দোয়া নিয়ে আমি এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ সমিতি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বাংলাদেশ প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এই দায়িত্ব গ্রহণের ফলে শারজাহতে প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আরব আমিরাত কমিউনিটির নেতৃবৃন্দরা প্রত্যাশা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড