মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে অটো চার্জার ভ্যান উল্টে নিচে চাপা পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রমিচা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ ৩১ শে অক্টোবর শুক্রবার সকাল দশটার দিকে আফতাব গঞ্জ - বামনডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উদয়পুর ধাপ বাজার এলাকায় এ দূর্ঘনাটি ঘটে। নিহত রমিচা বেওয়া মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া (বাবুর হাট) এলাকার মৃত্যু আব্দুস ছোবহান আকন্দের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় যে নিহত রমিচা বেওয়া ছয় সন্তানের জননী।তার একাধিক ছেলে মেয়ে ও নাতি নাতিনেরা গাজীপুর এলাকায় কর্মরত থাকায় তিনি আজ তাদের দেখতে নাতি নাতীনদের সাথে করে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য নিকট আত্নীয় দূর্গামতি গ্রামের মোঃ মোকতার হোসেনের অটো চার্জার ভ্যানে যোগে শঠিবাড়ী বন্দর বাস কাউন্টারে রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে একই ইউনিয়নের উদয়পুর ধাপ বাজারে পৌছিলে আটোভ্যানটির চেইন পলট খেয়ে সেটি উল্টে গেলে ভ্যানে থাকা যাত্রীরা সহ তিনি ছিটকে নিচে পড়ে যান। এতে করে রমিচা বেওয়া ঘটনাস্থলেই সঙ্গাহীন হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে দ্রুুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করলে স্বজনেরা লাশ নিয়ে বিকালে বাড়ি ফিরে আসেন।
এ বিষয়ে কথা হলে মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) ও গোপালপুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন জানান,আমি এখন একটা কাজে রংপুরে অবস্থান করছি। এ ঘটনার কথা প্রথম আপনার কাছ থেকেই জানতে পারলাম। উক্ত দূর্ঘটনা সম্পর্কে থানায় কেউ কিছু অভিযোগ করেনি বা আমাকেও কেউ জানায়নি। মৃতের পরিবার থেকে অভিযোগ পেলে সে ক্ষেত্রে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড