পার্বতীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, পার্বতীপুরের কৃতি সন্তান ও গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পার্বতীপুর উপজেলার আমবাড়ী হাট থেকে শোডাউনটি শুরু হয়ে ফুলবাড়ী উপজেলা ছাড়াও পার্বতীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকাগুলো প্রদক্ষিণ করে। দীর্ঘ র্যালি শেষে আমবাড়ী হাটে নিজ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জাকারিয়া বাচ্চু।
পথিমধ্যে তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এর তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংযোগে অংশ নিয়ে এস এম জাকারিয়া বাচ্চু বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠা পাবে একটি গণতান্ত্রিক, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”
তিনি আরও বলেন,“আমরা জনগণের পাশে আছি, থাকব। তাদের দুঃখ–কষ্ট ভাগ করে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করাই আমাদের অঙ্গীকার। পার্বতীপুর–ফুলবাড়ীর মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। সেই পরিবর্তনের পতাকাবাহী হয়ে জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, আজিজার রহমান, ১০নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ,সহ গ্রামাঞ্চল থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক।
বৃহৎ মোটরসাইকেল বহর এবং নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড