বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে প্রভাবশালী ব্যক্তির চাঁদা দাবির অভিযোগে সড়ক নির্মাণ বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, তারা পূর্বপুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় বসবাস করে আসছেন। বর্তমানে ওই পাড়ায় প্রায় দুই শতাধিক পরিবার রয়েছে। প্রথম শ্রেণির পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এলাকার কোনো চলাচলের উপযোগী রাস্তা নেই। ফলে স্থানীয়দের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, বারবার টেন্ডার হলেও অদৃশ্য কারণে রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়ন হয়নি। সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নং ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক থেকে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকার রাস্তা নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়।
কিন্তু ঠিকাদারের প্রতিনিধি কাজ শুরু করতে গেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভাটা মালিক মাকসুদুল আলম কোম্পানি এবং তার ভাতিজা দিদারুল করিম কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে। তারা ঠিকাদারদের মারধরের হুমকি দেন এবং চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, “আমরা এসব অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যদি রাস্তা নির্মাণে কেউ বাঁধা দেয়, তবে সাধারণ জনগণ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।”
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মোঃ আজম, বাবু দে, বাসু দে’সহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড