রিয়াজ মিয়া,রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ অক্টোবর ) দুপুরে তাঁর নিজ বাড়িতে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ৩য় জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মতে, এটি ছিল রাজাপুর মাঠের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগমের জানাজা। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় তাকে বহনকারী মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয় হামিম পরিবহনের একটি বাস। এতে তিনি ছিটকে পড়ে পাশের একটি ডোবায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির একজন সাহসী, নিবেদিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষে কোন মামলা করেননি। তবে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। যদিও বাস চালক পলাতক রয়েছে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড