ইমরান হাং দ্বীন ইসলাম,আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী একে স্কুল সংলগ্ন চায়ের দোকানদার থেকে ১০ পিস ইয়াবা সহ এক দোকান মালিক তৌহিদুল ইসলামকে আজ রবিবার সকাল,১১ঃ৩০ মিনিটের সময়, গ্রেফতার করেছে আমতলী পুলিশ৷ গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম আমতলী, পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুজিবুর রহমান হাওলাদারের ছেলে৷ পুলিশ সূত্রে জানা, গেছে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়৷ এ সময় তৌহিদুল ইসলামের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, এবং তাকে হাতেনাতে আটক করে৷ এবং এলাকাবাসী জানান, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত, থাকলে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে৷ আমতলী থানার অফিসার ইনচার্জ৷ জগলুল হাসান জানান, গ্রেফতারকৃত, তৌহিদুলের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, মামলা দায়েরের প্রক্রিয়া চলমান৷
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড