নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও, দল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের সঙ্গে আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজেও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে দলের বিভিন্ন শাখা ও উইংয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যমে এনসিপির একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, দুই সপ্তাহ আগে দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও দলীয় হাইকমান্ড এখনও সেটি গ্রহণ করেনি।
ওইসব প্রতিবেদনে আরও বলা হয়, পদসংক্রান্ত কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে তিনি পদত্যাগ করেছেন। সংবাদে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিতে পারেন এবং নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওই প্রস্তাবের প্রতি দলীয় শীর্ষ পর্যায়ের নীরব সম্মতির কারণেই পাটওয়ারী নাকি অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড