প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
গাজীপুরে জমি দখল চেষ্টায় বিএনপি নেতা ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভৌরাঘাটা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং পুলিশের সহযোগিতায় ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল আমিন মাস্টারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ নিয়ে কাজ করার অভিযোগে পুলিশের এসআই আলমগীরের নামও উঠে এসেছে।
ভুক্তভোগী মোঃ দীপু (৩১), পিতা- আফাজ উদ্দিন, মাতা- মোছাঃ সহিরুন নেছা গত ২১ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার (এক নম্বর বিবাদী), মোঃ জুবাইদুর রহমান (৫৫), মোঃ মঞ্জু সিকদার (৪২), শাহজাহান খাঁ (৪১) ও নেওয়াজ আলী সিকদার (৪০) দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে শত্রুতা পোষণ করে আসছেন।
ঘটনার দিন (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নুরুল আমিন মাস্টারসহ উল্লেখিত আসামিরা ও অজ্ঞাত ২-৩ জন সহযোগী ভুক্তভোগীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অন্যায়ভাবে জমি হস্তান্তরের দাবি করে। দাবিতে সাড়া না দিলে তারা দীপু ও তার বৃদ্ধা মা মোছাঃ সহিরুন নেছা (৬৫)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়।
এসময় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে বিবাদী নুরুল আমিন মাস্টার পুলিশের এসআই আলমগীরের উপস্থিতিতে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন–“এদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে ফাঁসিয়ে দেব।”এই বক্তব্যের মাধ্যমে ভুক্তভোগী পরিবার আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন,এসআই আলমগীর অভিযুক্তদের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করেন এবং থানায় গিয়ে মামলা করতে বাঁধা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনাসহ প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগীরা বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১ ঘটিকায় গাজীপুরের হোতাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে দীপু বলেন,একদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা চলছে, অন্যদিকে ক্ষমতাশালী বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার আমাদের মাদকের মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছেন। পুলিশ আমাদের সহযোগিতা করার পরিবর্তে উল্টো ভয় দেখাচ্ছে।
এই বিষয়ে অভিযোগকারী দিপু এবং তার বৃদ্ধ মা প্রাশাসনের উর্ধতন কর্মকর্তা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তসাপেক্ষে বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার, তার সহযোগী চক্র এবং এসআই আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের পরিবারের প্রাণনাশের ভয় থেকে রক্ষা করতে নিরাপত্তা চান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত