আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৩০ বস্তা ডিএপি সার পাচারের সময় স্থানীয় জনতা সারসহ এক নসিমন চালককে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মহেশপুর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলাধীন ভাঙ্গবাড়িয়া ইউনিয়নের মিনারুল ইসলাম ৩০ বস্তা ডিএপি সার অবৈধভাবে বিক্রি করেন গোপীবল্লভপুর বাজারের ব্যবসায়ী জিনারুল ইসলামের কাছে। পাচারের উদ্দেশ্যে সারগুলো পরিবহন করার সময় মহেশপুর মোড়ে এসে গাড়িটি ভেঙে পড়ে। এমতাবস্থায় স্থানীয় জনতা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাসারের সহায়তায় ৩০ বস্তা ডিএপি সার জব্দ করে কৃষি অফিসারের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে নিয়ে আসে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, সরকারি বরাদ্দের সার প্রকৃত কৃষকদের না দিয়ে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বিক্রি করছে। এতে কৃষকরা নিয়মিত সার সংকটে পড়ছেন। গত ৪দিন যাবৎ ভাংবাড়িয়া ইউনিয়ন ডিলারের নিকট ডিএপি বা টিএসপি সার ক্রয় করতে গেলে বলে সার নাই। সারের জন্য একাধিকবার উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম কে জানালে তিনি বলেন সার শেষ হয়ে গেছে উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলে আগামী রবিবার পর জানাতে পারবো। এদিকে ওই বাজার থেকে সার চোরাই পথে অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে কৃষকদের অবস্থা কি হবে এখন।
ভাংবাড়িয়া গ্রামের কবির হোসেন বলেন ভুট্টা লাগাবো আজ তিনদিন সারের জন্য ঘুরে বেড়াচ্ছি তবুও সার মিলছে না। ডিলার পয়েন্টে গেলে বলছে সার নাই।
মহেশপুর গ্রামে এক চাষী বলেন সার তো কৃষকরা খায় না। কৃষি অফিসার বলে পর্যাপ্ত সার আছে অথচ কিনতে গেলে আর পাই না।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড