আলোকিত নিউজ ডেস্কঃ
সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে দুই সিনিয়র সচিবসহ মোট ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।
জানা গেছে, এ কর্মকর্তারা বিভিন্ন সময় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং ‘জনস্বার্থে’ সরকার তাদের চাকরি থেকে অবসর প্রদান করেছে।
চাকরি থেকে অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো কর্মকর্তা ২৫ বছর পূর্ণ করলে সরকার চাইলে ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে এই ধারার প্রয়োগে একাধিকবার সিনিয়র কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে, যা সরকারি প্রশাসনের গতিশীলতা ও কার্যকারিতা নিয়ে নানা আলোচনা তৈরি করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড