পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে “খাঁসি অ্যান্ড খাঁসি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সোমবার (২১ অক্টোবর) রাতে হামিদপুর ইউনিয়নের ধুলাউদাল হাইস্কুল মাঠে ধুলাউদাল নিউ সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী, গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জাতীয় নির্বাহী কমিটির সহ–তথ্য ও গবেষণা সম্পাদক ও দিনাজপুর জেলা আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার,
বাংলাদেশ বেতার ও বিটিভির কণ্ঠশিল্পী ও ক্রীড়া সংসদের জেলা সদস্য ওহেদুল ইসলাম,জেলা সদস্য শওকত মাহমুদ, জামিউল ইসলাম, ডা. মোঃ মশিউর রহমান, আব্দুল খালেক, ব্যবসায়ী ফখরুল ইসলাম সাজু, আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা আশরাফুজ্জামান, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক আজিজুল হক, এবং সহ–সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য,এস এম জাকারিয়া বাচ্চু বলেন
“ক্রীড়া তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে কাজ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি আরও বলেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলায় সম্পৃক্ত তরুণরাই আগামী দিনে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।”
প্রধান মেহমানের বক্তব্য প্রধান মেহমান মাহফিজুল ইসলাম মাসুম বলেন
“আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে ধারণ করে আমরা সারাদেশে খেলাধুলার চেতনা জাগিয়ে তুলতে কাজ করছি। আজকের এই আয়োজন তারই অংশ। ধুলাউদাল নিউ সানরাইজ স্পোর্টিং ক্লাবের তরুণদের এই উদ্যোগ প্রমাণ করে, ইচ্ছা থাকলে গ্রামের তরুণরাও সফল আয়োজন করতে পারে।”
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল — মিলন একাদশ তাপবিদ্যুৎ কেন্দ্র বনাম সোহেল ব্রিজ জলঢাকা।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সাংস্কৃতিক সন্ধ্যা খেলা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
বক্তারা বলেন— যুবসমাজকে সঠিক পথে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। প্রত্যেক ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড