নাইক্ষ্যংছড়ি বান্দরবান সংবাদদাতা:
নাইক্ষ্যংছড়ি উপজেলার তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক একটি আধুনিক সরকারি লাইব্রেরি স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী-এর নিকট আবেদন করেন স্থানীয় শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ দাবি জানায়। আবেদনে তারা বলেন,“নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে সরকারি উদ্যোগে একটি উন্নত লাইব্রেরি অত্যন্ত জরুরি। এটি কেবল জ্ঞানার্জনের কেন্দ্র নয়, বরং সমাজের মেধা ও সংস্কৃতিচর্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উক্ত আবেদনে স্বাক্ষর করেন মো. নূর ছাদেক, মো: মহিউদ্দিন, মো: ইউনুস, মো: তারেকুল ইসলাম এবং আলাল উদ্দিনসহ আরও অনেকে।
তারা উল্লেখ করেন, বান্দরবান পার্বত্য জেলার সীমান্তবর্তী এই উপজেলা শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেলেও পাঠাগার ও রিসার্চ–ভিত্তিক সুযোগের অভাব রয়েছে।
এমন উদ্যোগ নিলে উপজেলা প্রশাসনের আওতায় শিক্ষার্থীরা উপকৃত হবে এবং স্থানীয় পর্যায়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গতি আসবে।
আবেদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি আবেদনটি মনোযোগ দিয়ে গ্রহণ করেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে নাইক্ষ্যংছড়িতে সরকারি উদ্যোগে একটি আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে।