নিউজ ডেস্ক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবিতে চলমান অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম।
তিনি লিখেন, ‘শিক্ষকদের ওপর জুলুম চলতে থাকলে এর পরিণতি ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পরিণতির চেয়েও ভয়াবহ হবে। আগুন নিয়ে খেলবেন না।’
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ মিনারে অনশনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি। আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে দেশের শিক্ষক সমাজ ঘূর্ণিঝড়ের মতো জেগে উঠবে, যেটা এই সরকার বইতে পারবে না।’
উল্লেখ্য, বিএনপি-জামায়াতপন্থি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত সাদিক কায়েম দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে সরকারবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। এবার সরাসরি শিক্ষক আন্দোলনে শামিল হয়ে তিনি সরকারের উপদেষ্টা পরিষদকেও সমালোচনার মুখে আনেন।
তিনি বলেন, ‘যাদের আমরা উপদেষ্টা বলি, তারাও কেউ কেউ শিক্ষক। অথচ শিক্ষক
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড