নিজস্ব প্রতিবেদক:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা ও মানসম্পন্ন ব্যবহারের মাধ্যমেই উন্নয়ন হবে জনমুখী, গণতান্ত্রিক শাসনব্যবস্থা হবে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক।
সোমবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, সঠিক ও মানসম্মত উপাত্ত শুধু নীতিমালা প্রণয়নের জন্যই নয়, বরং তার বাস্তবায়ন ও মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ‘সবার জন্য মানসম্মত উপাত্ত’ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
চলতি বছরের প্রতিপাদ্য—‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’—উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, এই প্রতিপাদ্যটি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পরিসংখ্যান সংস্থায় পরিণত করতে সরকার একাধিক সংস্কার ও আধুনিকীকরণমূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশের প্রতিটি ধাপ আরও প্রযুক্তিনির্ভর ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও তথ্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে ইউনূস বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই ‘সবার জন্য মানসম্মত উপাত্ত’ নিশ্চিত করা সম্ভব। এতে করে উন্নয়ন প্রকৃত অর্থেই হবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক।
দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে তিনি দেশের পরিসংখ্যানখাতকে আরও শক্তিশালী ও জনমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড