ষ্টাফ রিপোর্টারঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি পঞ্চগড়ে সাড়া ফেলেছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) পঞ্চগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডে কামাতপাড়া তুলারডাঙ্গায় সারাদিন সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার নওশাদ। এর আগে,গত সোমবার পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
এই কর্মসূচির আওতায় বিএনপির ৩১ দফা পরিকল্পনা ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য অঙ্গীকারগুলো তুলে ধরা হচ্ছে জনগণের সামনে।
জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এম এ মজিদ ও দলীয় সূত্রে জানা গেছে,কর্মসূচি বাস্তবায়নে ১৯টি টিম গঠন করা হয়েছে, যা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এসময় ব্যারিষ্টার নওশাদ জমির এর সাথে উনার ছোট ভাই বিশিষ্ট আইনজীবি ও লেখক ব্যারিষ্টার নওফল জমির, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক, এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, পৌর বিএনপির ১ নং সদস্য অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লব ,পৌর বিএনপির সদস্য শহীদ বাবু পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
মনিরুজ্জামান মানিক, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক , সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এ বিষয়ে ব্যারিস্টার নওশাদ বলেন,গত ১৭ বছর আমরা সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারিনি। এবার ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যাগুলো জানছি এবং আমাদের কর্মসূচি তাদের সামনে তুলে ধরছি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড