তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালার ছাত্র যুব সমাবেশে অধ্যাপক মিযা গোলাম পরওয়ার বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনে অংশ নিবে। তবে সেটা পি আর পদ্দতিতে হতে হবে। ইতিমধ্যে কিছু ছাত্ররা জামায়াত ইসলামির নামে উল্টাপাল্টা কথা বলে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কিন্তু বাবারা বাপের আগে যদি ছেলে আগো হাটতে শেখো তাহলে সে ছেলে কতদুর যাবে আপনারা বলেন। বাবা তোমরা নতুন ছাত্র তোমরা ২০২৪ সালে দেশে নতুন জীবন দিযেছ। সেজন্য তোমাদের শ্রদ্ধা করি সন্মান করি তাই বলে জামায়াত ইসলামীর নামে এখুনি উল্টা- পার্টা কথা বলবা তাতো হবে না।
তিনি বি এন পি কে ইঙ্গিত করে বলেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে । মানুষ দাড়ি পাল্রায় ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারন গত ৫ আগষ্টের পর দেশে সন্ত্রাসী চাঁদাবাজি করতে করতে আর জায়গা নেই। মানুষ একটু শান্তি চায়। তাই সেই শান্তির প্রতিক দাড়িপাল্রা । এবার ভোটে দাড়িপাল্রায় ভোট দিয়ে তালা কলারোয়া কে দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত করাই বাংলাদেশ জামায়াত ইসলামীর একমাত্র লক্ষ।
বাংলাদেশ জামায়াত ইসলামীর তালা উপজেলার আমির মাওঃ মফিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ । আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় সাংগাঠনিক সেক্রেটারি অঞ্চল পরিচালক খুলনা মুজাদ্দিদ আদ্বুল খালেখ বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক সহ স্হানীয় নেতৃবৃন্দ ।