প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
শ্রমিক সমাজকে সাথে নিয়ে ‘সমৃদ্ধ রংপুর’ গড়ার প্রত্যয় বিএনপি নেতা সামসুজ্জামান সামুর পরামর্শ সভা
ষ্টাফ রিপোর্টারঃ
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চনা ঘোচাতে এবং ভবিষ্যৎ উন্নয়নের ধারাকে শ্রমিক-বান্ধব করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রংপুর মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক, বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামসুজ্জামান সামু তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের খসড়া উপস্থাপন করেন এবং শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
শনিবার দুপুরে নগরীর রংপুর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই ‘পরামর্শ সভা’ কার্যত রংপুর-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক সমাজের প্রতিশ্রুতির মঞ্চে পরিণত হয়। মঞ্চের ব্যানারে শোভা পাচ্ছিল সভার মূল উদ্দেশ্য। রংপুর-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতা শ্রমিক সংগঠনের নেতৃত্বের সাথে পরামর্শ সভা।
সভায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, “রংপুর-৩ আসনে বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, তা পর্যাপ্ত নয়। এ অঞ্চলের উন্নয়নকে টেকসই করতে হলে শ্রমজীবী মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হবে। শ্রমিকরাই যেকোনো উন্নয়নের মূল চালিকাশক্তি। অথচ, স্বাধীনতার পর থেকে এই সদর আসনের শ্রমিক সমাজ ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত।” তিনি তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্প থেকে শ্রমিক-কেন্দ্রিক কয়েকটি প্রধান প্রস্তাবনা তুলে ধরেন।
তিনি বলেন, চিকিৎসার ব্যয়ভার লাঘবে রংপুর শহরে শ্রমিকদের জন্য একটি সম্পূর্ণ বিনামূল্যে বা সুলভমূল্যের চিকিৎসা সুবিধা সংবলিত বিশেষায়িত শ্রমিক হাসপাতাল স্থাপন করা, রংপুর অঞ্চলের শ্রমের ধরণ অনুযায়ী ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বয়স্ক শ্রমিকদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। বেকার যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নিম্ন আয়ের শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে ভাড়ার ভিত্তিতে আবাসন ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালুর পরিকল্পনা করা হবে।
সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, বিটিসিএল শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ আলম, টিএনটি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান,মহানগর রিকসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খলিল মিয়া, অটো শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক লোটন, রংপুর বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু মিয়া, রংপুর সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম,রংপুর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন, রংপুর বিভাগীয় দাহ পদার্থ ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন লাললু, স্টীল ও ইঞ্জিনিয়ারিং শ্রমিক নেতা হামিদুল ইসলাম, রংপুর হোটেল ও রেস্তরা শ্রমিক নেতা মুশফিকুর রহমান, রংপুর ট্রাংক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রার্থী সাইদুল ইসলাম সাহেদ, উত্তরা ব্যাংক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, বাংলাদেশ কর্মচারি ইউনিয়ন গণপূর্ত বিভাগের সাধারণ সম্পাদক সমর কুমার প্রমুখ। এসময় মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রেজাউল ইসলাম লাবলু, প্রভাষক শাহিনুল ইসলাম শাহিন, মহসীন আলী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়জী, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, জেলা যুবদলের কোষাধ্যক্ষ আশরাফুল আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা বলেন,“দীর্ঘদিন পর একজন নেতাকে পেলাম যিনি সরাসরি আমাদের কাছে এসে আমাদের সুখ-দুঃখের কথা শুনলেন এবং সমাধানের জন্য বাস্তব সম্মত পরিকল্পনা দিলেন। আমাদের দাবি, এসব প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা, চিকিৎসা, কর্মঘন্টা নির্ধারণ, আর্থিক সহায়তা ও অসুস্থ সময়ে ছুটির বিষয়টি নিশ্চিত করার জোর দাবি করেন। এছাড়াও সড়ক পথে পুলিশি হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি করেন। অনুষ্ঠানের শেষে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, “আমার উপস্থাপিত সমৃদ্ধ রংপুর উন্নয়ন রূপকল্প কোনো দলীয় এজেন্ডা নয়, এটি রংপুরের মানুষের প্রাণের দাবি। শ্রমিক ভাইয়েরা যদি আমার পাশে থাকেন, তবে আমরা ঐক্যবদ্ধভাবে রংপুর-৩ আসনে বৈষম্যমুক্ত, শিল্প-সমৃদ্ধ ও মানবিক একটি জনপদ প্রতিষ্ঠা করতে পারব। এসময় রংপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত