বিনোদন ডেস্ক:
শোবিজ দুনিয়ার আলো-ঝলমলে রূপের বাইরেও একান্ত কিছু অনুভব থাকে, যা সচরাচর সবার চোখে পড়ে না। সম্প্রতি নিজের এমনই কিছু ব্যক্তিগত উপলব্ধি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
ফেসবুকে এক আবেগঘন দীর্ঘ পোস্টে সুনেরাহ লিখেছেন, শুটিং শেষে বাড়ি ফিরে আয়নায় নিজেকে দেখে এক অচেনা রূপে চমকে উঠেছিলেন। এলোমেলা খসখসে কোঁকড়ানো চুলের দিকে তাকিয়ে যেন এক নতুন সুনেরাহকেই দেখছিলেন তিনি। তবে অবাক হওয়ার বদলে তা তাকে ভাবনার গভীরে টেনে নিয়ে যায়।
“চুল কখনো মসৃণ, কখনো কোঁকড়ানো—প্রতিটা লুকে আমি যেন আলাদা একজন,”—এভাবেই নিজের বাহ্যিক রূপের রূপান্তর নিয়ে বললেন তিনি।
সুনেরাহর কাছে চরিত্রের প্রয়োজনে রূপ বদল নতুন কিছু নয়। তিনি লেখেন, "কখনো রোদে পোড়া গায়ের রঙ, আবার কখনো হালকা বাদামি স্কিনটোন—প্রতিবার পর্দায় নিজেকে নতুন করে দেখি। ঠিক তেমনই, জীবনের প্রতিটা রূপও আমি ভালোবাসি। এটা একরকম জাদু!"
অভিনেত্রীর এই পোস্টে আত্ম-অনুসন্ধান, আত্ম-মূল্যায়ন এবং ইতিবাচকতা ফুটে উঠেছে। তিনি সরল ভাষায় বলেছেন, কারো পছন্দ-অপছন্দে তার মূল্য নির্ধারিত হয় না।
“কেউ আমার এক রূপ পছন্দ করবে, কেউ অন্যটা। কেউ হয়তো কোনোটাই করবে না। কিন্তু তাতে কিছু আসে যায় না। জীবন অনেক বড়, শেখার আর গড়ার মতো কাজ অনেক!”
পোস্টের শেষাংশে সুনেরাহ জানান, প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো করার চেষ্টায় আছেন তিনি—নিজের জন্যই, অন্য কাউকে প্রভাবিত করতে নয়। তাঁর বার্তা ছিল পরিষ্কার: “নিজের দিকে মন দিন। ভালোবাসা নিন, ভালোবাসা দিন। আর বিনয়ী হন।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড