আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক :
মিঠাপুকুরে প্রাথমিক ৩টি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অপ্রতুল ২টায় বিদ্যালয় ছুটি দেয়ার ঘটনা ঘটেছে। আজ ২৬ আগষ্ট ২০২৫ মঙ্গলবার দুপুর ১টা হতে বিকেল ২ টায় বিদ্যালয়ে সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র।
মোলং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯৫ সালে স্থাপিত হয়। উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক আ ন ম আশরাফুল আলম ৩০ বছর ধরে একই বিদ্যালয়ে অবস্থান করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতে রেকর্ড করেছেন। উক্ত বিদ্যালয়ে ৫ জন শিক্ষিকা রয়েছেন তারা সকলেই প্রধান শিক্ষকের বদলী দাবি করেছেন। উক্ত বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে ৩ জন, ৪র্থ শ্রেনীতে ৬ জন ৫ম শ্রেনীতে ৪ জন মোট ১৩ জন পরীক্ষা দিতে দেখাগেছে।
এ সময় বিএনপি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, রানীপুকুর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হানান সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি আখতারুজ্জামান মন্ডল ও সহ ছাত্র বিষক সম্পাদক ফিরোজ খান উপস্থিত ছিলেন।
কিসামত হাড়ড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯১সালে স্থাপিত। বিদ্যালয় নং ৬২। বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। উক্ত বিদ্যালয়ে ৬ জন শিক্ষক পদ রয়েছে। ৬ জনেই কর্মরত রয়েছেন।
বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে ২৭ জনের মধ্যে ১ জন, ৪র্থ শ্রেনীতে ২৭ জনের মধ্যে ০০ জন, ৫ম শ্রেনীতে ২১ জনের মধ্যে ৬ জন মোট ৭৫ জনের মধ্যে ৬ জন শিক্ষার্থী রয়েছে।
এ দিকে মিঠাপুকুর ১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ ৬টি। কর্মরত ৬ জন। উপস্থিত ৫ জন। ওই বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে ১২ জনের মধ্যে ৫ জন, ৪র্থ শ্রেনীতে ১২ জনের মধ্যে ৩ জন ৫ম শ্রেনীতে ২০ জনের মধ্যে ১২ জন, হাজিরা খাতায় মোট ৪৪ জনের মধ্যে ২০ জন শিক্ষার্থী পাওয়া যায়। প্রধান শিক্ষিকা তাপসী সরকারের দাফটে এলাকাবাসী অতিষ্ঠ। তাফসী সরকার উক্তবিদ্যালয় থেকে বদলী না করালে এলাকাবাসী শিক্ষার্থী স্কুলে পাটাবেন না এবং বিদ্যালয় যাতায়াতের রাস্তা দিবেননা বলে এ প্রতিবেদককে জানান।
বিষয়টি আইনানুক ব্যবস্থা নিতে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালকের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। ## ১৭-১০-২০২৫
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড