আরিফুল ইসলাম,তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কৌশিক রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, তালা থানা এসআই জিহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে হাতধোয়া কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, মুক্তি ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।