রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীর দক্ষিণ সীমান্ত ঘেঁষা বাখেরগঞ্জের নিয়ামতি মোহনায় ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে ডিমওয়ালা ইলিশ রক্ষায় বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে।
অভিযানে অবাধে কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা ইলিশ নিধনের অভিযোগে অন্তত ১৫টি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। তিনি জানান, ইলিশ প্রজনন মৌসুমে নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় দুটি টিমে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, প্রজননকালীন সময়ে কেউ যেন ইলিশ ধরতে না পারে, সে জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ অভিযান চালানো হচ্ছে। ১১ দিনে ১৪ জনকে কারাদণ্ড, ১২ লাখ টাকার জাল ও প্রায় ২ মণ ইলিশ জব্দ করে এতিমখানায় খাওয়ানো হয়। জব্দ করা জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয় এবং উদ্ধারকৃত ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে। রাজাপুর অংশের চেয়েও অন্য উপজেলার অংশগুলো মৌসুমি জেলেরা ইলিশ নিধনে বেশি উৎসাহী লক্ষ্য করা যাচ্ছে। সবার সম্মিলিত চেষ্টায় মা ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা দরকার। অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট ও দৈনিক সমকালের সাংবাদিক রহিম রেজা,এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিনের সাংবাদিক খায়রুল ইসলাম পলাশ, (আই ওয়ন টিভি)ও দৈনিক আলোকিত নিউজ সাংবাদিক (মোঃরিয়াজ মিয়া) দৈনিক অধিকরনের সাংবাদিক( শহিদুল ইসলাম) রাজাপুর থানার এসআই কাওসার হোসেন ও উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সদস্যরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড