ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের পদ্মার পাড়ে ও নদীতে বর্তমান চিত্র দেখলে বোঝার উপায় নেই যে সরকারীভাবে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মা ইলিশ ধরার পাশাপাশি জাটকা ইলিশও জেলেদের জাল থেকে সহজে ফসকে যাচ্ছে না। ইলিশ মাছ সংরক্ষণ ও প্রজননের এ মৌসুমেও স্থানীয় জেলেরা সরকারী নিষেধাজ্ঞার থোরাই পরোয়া করছেন । সরেজমিনে সেখানে পরিদর্শন করে দেখা গেছে শিবচরের কাজীর সুরা, নেপালের ঘাট সহ পদ্মার তীরবর্তী অঞ্চলে চলছে এক প্রকার ইলিশ ধরার উৎসব। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সকাল থেকে গভীর রাত অবধি চলে ইলিশ মাছ ধরার কর্মযজ্ঞ। আকাশ পথে হেলিকপ্টার ও নদী পথে স্পিডবোট দিয়ে প্রশাসনের অভযিান চললওে মাছ ধরা এবং বিক্রি বন্ধ করা যাচ্ছে না, প্রকাশ্যইে নদীর পাড়ে ক্রেতাদের ভীড়ও উপচে পড়ছে। জেলেরা সরকারী নিষধাজ্ঞা অমান্য করে অবাধে মা ইলিশ সহ জাটকা ইলিশও নিধন করছনে। বিশেষ করে পদ্মার নির্ধারিত নিষেধাজ্ঞার অঞ্চল জুড়েও এ কর্মকান্ড চলছে বলে জানিয়েছেন অনেকেই। মা ইলিশ নিধনের এ উৎসবের সুযোগে ক্রেতাদের কাছে তা বিক্রিও হচ্ছে চড়া দামে। প্রকারভেদে প্রতি কেজি জাটকা ৪/৫ শত টাকা ও বড় ইলিশ দুই থেকে আড়াই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে। স্থানীয় ২ জেলে আকাশ আলী ও অনিল হালদাররে সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরই তারা এভাবে ইলিশ ধরেন। তাদরে মাঝে প্রশাসনের ভয় থাকলওে অভাবের তাড়নায় ও পরিবার-পরিজন নিয়ে জীবন ধারণের প্রয়োজনে তারা নিষধাজ্ঞা না মেনে ইলিশ শিকার করেন। তারা আক্ষেপ করে বলেন, মা ইলিশ রক্ষণা-বেক্ষণের সময় সরকার কর্তৃক জেলেদের জন্য যে সহায়তা বাবদ বরাদ্ধ দেয়া হয় তা অত্যন্ত সামান্য, যা দিয়ে তাদের পরিবারের খরচ মিটানো সম্ভব নয়। আর এ কারণেই তারা ঝুঁকি নিয়ে মাছ ধরত বাধ্য হচ্ছেন।
স্থানীয়দরে মতে- প্রশাসনের চোখ এড়িয়ে বা ফাঁকি দিয়ে অথবা কখনো-কখনো তাদের অনুপস্থতির সুযোগেও জেলেরো অতি দ্রুত মাছ ধরে অনেক সময় নদীতে বসে কিংবা তীরে এনে বিক্রি করে দিচ্ছেন, কেননা রসনাবিলাসের জন্য সুস্বাদু এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে সবার কাছে।
মা ইলিশ সহ জাটকা নিধন বন্ধে সরকারী নিষধাজ্ঞা কঠোরভাব কার্যকর করা না গেলে জাতীয় মাছ ইলিশের প্রজনন ব্যাপক আকারে ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা রয়েছে বলে মৎস্য বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড