রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে মোঃ মিরাজ শরীফ (২৫)-এর ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে ধীরে ধীরে উঠে আসছে রহস্যের জট। প্রথমে গাছ থেকে পড়ে মৃত্যুর অভিযোগ উঠলেও, পরিবারেরর সন্দেহ—তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৯ মে ২০২৫, রাতে। নারিকেল গাছ থেকে নারিকেল নামাতে গিয়েছিলেন মিরাজ। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় বাবুদের বাড়িতে পাওযা গেছে জানান মৃত মিরাজের বাবা মোঃ ইউসুফ শরীফ। মৃত মিরাজের ছোট ভাই মোঃতরিকুল শরীফ পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল এবং সর্বশেষ ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে নেওয়া হলে ২১ মে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, ২২ মে দাফনের প্রস্তুতিকালে গোসলের সময় মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এতে সন্দেহ দানা বাঁধে—মিরাজ গাছ থেকে পড়ে নয়, বরং পরিকল্পিতভাবে খুন হয়েছেন।
মিরাজের বাবা মোঃ ইউসুফ শরীফ এ ঘটনায় ঝালকাঠি কোর্টে একটি মামলা করলে বিষয়টি তদন্তে নেয় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তদন্তের অংশ হিসেবে ১৩ অক্টোবর ২০২৫, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে মিরাজের গলিত মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহের নমুনা সংগ্রহ করা হয়।
উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও),রিফাত আরা মৌরী, পুলিশ প্রশাসন এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড