পার্বতীপুর প্রতিবেদকঃ
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতি হোক আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া। এতে অংশ নেন পার্বতীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত সদস্যরা। তারা অগ্নিকাণ্ডের সময় উদ্ধার তৎপরতা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, ভবন ধসে পড়লে উদ্ধার কার্যক্রমসহ নানা বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। উপস্থিত দর্শক ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়াটি ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হেমায়েল কবির, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন সরকার প্রমুখ।
ইউএনও মো. সাদ্দাম হোসেন বলেন, “দুর্যোগ কোনো সময়ের জন্য অপেক্ষা করে না। তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বাড়ছে। তাই দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রস্তুতিই পারে ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করতে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি ও অগ্নি নির্বাপণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড