বিশেষ প্রতিনিধিঃ
কৃষি-উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে যুক্তদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (স্থানীয় সময়) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের এক পার্শ্ববৈঠকে তিনি এই প্রস্তাব দেন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর প্রেসিডেন্ট আলভারো লারিও।
অধ্যাপক ইউনূস বলেন, এই তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা ও কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশের আম ও কাঁঠালের রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি, মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদন, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সাহস পাই না। বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা পেলে এই বিশাল সম্পদ কাজে লাগানো সম্ভব।
ইফাদ প্রেসিডেন্ট জানান, তারা বাংলাদেশের সঙ্গে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশীদার হতে চায় এবং বর্তমানে দেশজুড়ে ৬টি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৪১২ মিলিয়ন মার্কিন ডলার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, দেশি নারী খামারিরা ইতিমধ্যে মহিষের দুধ থেকে মোজারেলা চিজ তৈরির কাজ শুরু করেছেন। এই খাতে প্রযুক্তি ও সহায়তা বাড়াতে ইফাদের সহযোগিতা কামনা করেন তিনি।
অধ্যাপক ইউনূস ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে কৃষি, প্রযুক্তি ও সামাজিক ব্যবসা খাতে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানান।
১৯৭৮ সাল থেকে ইফাদ বাংলাদেশে ৩৭টি প্রকল্পে অংশ নিয়েছে, যার সম্মিলিত মূল্য ৪.২৬ বিলিয়ন ডলার, এর মধ্যে ১.১৩ বিলিয়ন ডলার সরাসরি ইফাদের অর্থায়ন। বর্তমানে আরও একটি নতুন প্রকল্প পাইপলাইনে রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ইফাদের সহযোগী সহ-সভাপতি ডোনাল ব্রাউন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড