আরিফুল ইসলাম, তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। একটি বেগুনগাছের উচ্চতা বেড়ে পৌছেছে প্রায় ১২ ফুট লম্বায়। শুধু তাই নয়, গাছটিতে ঝুলতে দেখা গেছে ২০ থেকে ২৫টি বেগুন। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রতিদিন শত শত কৌতুহলী নারী পুরুষ এই বেগুন গাছ দেখতে ও ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে।
অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা এই বেগুনগাছ এখন তালা উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ বৃহস্পতিবার দুপুরে মাঝিয়াড়া গ্রামে গিয়ে দেখা গেছে, জয়নুদ্দীন সরদার নামে স্থানীয় এক মুদি দোকানদার প্রায় ১৪ মাস আগে স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের একটি বেগুন চারা রোপণ করেছিলেন। নিয়মিত যত্নে গাছটি ধীরে ধীরে বেড়ে এখন প্রায় ১২ ফুট উচ্চতায় পৌছেছে । গাছে এখন ঝুলছে ২০–২৫ টি বেগুন। উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা বাঁশের কঞ্চি।
জয়নুদ্দীন সরদার বলেন, ছোট বেলায় শুনেছি বেগুন তলায় হাট বসবে। আমার এই বেগুন গাছ প্রমাণ করলো যে বেগুন তলায় হাট বসা অসম্ভব নয়। প্রায় ১৪ মাস আগে আমি গাছটা লাগিয়েছিলাম। ভাবিনি এত লম্বা হবে। এখন পর্যন্ত ১০-১২ কেজি বেগুন তুলেছি। খেতেও খুব সুস্বাদু।
স্থানীয় বাসিন্দারা বলেন , এত লম্বা বেগুনগাছ আমরা কখনো দেখিনি। প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য উৎসুক মানুষ আসে দেখতে। এখন এটা আমাদের গ্রামের অন্যতম আকর্ষণ।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্থানীয় “শয়লা” জাতের বেগুন। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে গাছটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড