বজলুর রহমান,শিবচর মাদারীপুরঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে পড়ে আনাছ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনাছ ওই গ্রামের রিপন হাওলাদার ওরফে লিটনের একমাত্র ছেলে। দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে শিশুটিকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুরে আনাছের মরদেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ছোট্ট আনাছ ছিল অত্যন্ত আদরের সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষ গভীর শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড