ক্রীড়া ডেস্কঃ
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ১৯১ রানও করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন প্রদর্শনীতে এক ম্যাচ হাতে রেখেই মেহেদী হাসান মিরাজের দল সিরিজ হাতছাড়া করেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির যে লক্ষ্য নিয়ে তারা সিরিজ শুরু করেছিল, সেটিও এখন আরও হুমকির মুখে। স্বাভাবিকভাবেই এত বড় ব্যবধানে হারের ব্যাটারদের ওপর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।
রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইদের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’
দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ভালো শুরু পেয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না বলে দাবি মিরাজের, ‘আমি তাদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু যখন আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’
সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য বাংলাদেশের। আপাতত তাই সেই ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরেকটি সিরিজ আছে এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড