পার্বতীপুর প্রতিনিধিঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন, দিনাজপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার জনাব শামসুদ্দোহা। বাংলাদেশ ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও জি.সি. ডাক্তার হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান। সহ জি.সি. মোঃ তোফাজ্জল হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের টিকাদানের আওতায় আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড