ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রবিবার (১২,অক্টোবর) সকালে "রাইটস যশোর" নামক এনজিও মাদারীপুর শাখা কর্তৃক এফএসটিআইপি (ফাইভ স্লেভারী ট্রাফিকিং ইন পারসনস) প্রোগ্রামের অংশ হিসাবে "এ রাইটস বেজ এ্যাওয়ারনেস ক্যাম্পেইন" শিরোনামে মাদারীপুর শহরে প্রথমে একটি রেলি উদযাপিত হয়। রেলি শেষে উক্ত সংস্থাটির পক্ষ থেকে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত এনজিও এর মাদারীপুর জেলার প্রোগ্রাম অফিসার ও মানবাধিকার কর্মী বায়োজিদ মিয়ার পরিচালনা ও সঞ্চালনায় এতদসংক্রান্ত রেলি ও আলোচনা সভাটি পরিচালিত হয়। উক্ত আলোচনা সভায় লিঙ্গবৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহন ও সুযোগ সৃষ্টি করা ছাড়াও মানব পাচার এবং বাল্য বিবাহ নিয়ে বিশদ আলোকপাত করা হয় । এতে প্রধান অতিথি হিসাবে আচমত আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবীর তাদের প্রতিষ্ঠানে এমন একটি মহতী, সচেতনতাবৃদ্ধি ও শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজনের জন্য "রাইটস যশোর" এনজিও এর মাদারীপুর জেলার প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া, কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে ছাত্র-ছাত্রীদের তা ধৈর্য্যের সাথে শোনার আহবান জানান। এসময় প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া উল্লেখিত বিষয়াদির প্রসঙ্গ নিয়ে উপস্থিত শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সম্মুখে বিস্তারিত আলোচনা করলে তারাও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় "রাইটস যশোর" এনজিও এর সিনেমপরিনা প্রজেক্টের ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু, শিক্ষা প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান, শুভ্রা সুলতানা, সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীর ছাড়াও উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক ছাত্র-ছাত্রী অংশগহন করেন। আলোচনা সভা শেষে উক্ত এনজিও এর প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া উল্লেখিত স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড