পার্বতীপুর প্রতিবেদকঃ
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মোছা: শাপলা খাতুনকে মাদকসহ হাতেনাতে আটক করেছে।
জানা গেছে, উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যশাই মোড় বাজার এলাকায় তার নিজস্ব দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় দোকান ও দেহ তল্লাশী করে কয়েকপাতা নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্ডাল উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মোছা: শাপলা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার ও হাজতবাস করেছেন। তবুও পুনরায় তিনি একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, শাপলা খাতুনের কারণে যশাই মোড় এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আস্তানায় পরিণত হয়েছে। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।
পার্বতীপুর ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযানে এটি একটি বড় সাফল্য। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক শাপলা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, মাদকবিরোধী এই অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ তৈরি হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড